ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলোতে বাংলাদেশের তরুনেরা
দক্ষতার সাথে কাজ করে বহুদূর এগিয়ে গেছে ফ্রিল্যান্সিং পেশায়। অনলাইনে আরও
একটা সম্ভাবনাময় খাত হচ্ছে ব্লগিং। বাংলাদেশি
তরুণদের বেশ আগে থেকে বাংলা ব্লগিং-এ পদচারণা থাকলেও প্রফেশনাল ব্লগিং বিষয়ে আগ্রহের ঘাটতি
অনেক। তবে সাম্প্রতিক বছর গুলোতে পার্ট টাইম
বা ফুল টাইম অনেকেই আগ্রহী হয়ে উঠছেন
এই পেশায়।
ব্লগিংয়ের মাধ্যমে কেবল আয় করা নয়, পাওয়া যায় বিপুল সম্মানও। আন্তর্জাতিক বিশ্বে ব্লগারদের সাংবাদিক হিসাবেও এখন গণ্য করা হয়। স্মার্ট ক্যারিয়ার হিসাবে তাই ব্লগিং এখন ওয়েব উদ্যোক্তাদের জন্য 'হট-কেক'!
ব্লগিংয়ের মাধ্যমে অনেক উপায়েই আয় করা যায়, তন্মধ্যে গুগল অ্যাডসেন্স আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় উপায়। তবে দুঃখের বিষয় হচ্ছে, প্রফেশনাল ব্লগিং-এ আগ্রহীদের গুগল অ্যাডসেন্স বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও প্রশিক্ষনের তেমন কোনো সুব্যবস্থা বাংলাদেশে নেই।
অনেকই নিয়মনীতি না জেনে সাইট রেডি করে গুগল অ্যাডসেন্স পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু গুগলের কঠোর নীতির কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাচ্ছেন না। কেউ কেউ সঠিক গাইডলাইনের অভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না। অনেকে অ্যাডসেন্সের জন্য প্রচুর খাটাখাটুনি করলেও কম আয়ের কারণে নিয়মিত চেক পাচ্ছেন না।
অ্যাডসেন্সে বাংলাদেশীদের ব্যার্থতার অনেকগুলো কারনের মধ্যে প্রয়োজনীয় গাইডলাইন না পাওয়া অন্যতম। অ্যাডসেন্সের জন্য ওয়েব সাইট রেডি করতে হলে প্রয়োজন সঠিক নির্দেশনা। তাই আমরা ‘অনলাইন এস. ই. ও কোম্পানি’ অ্যাডসেন্স ভিত্তিক ওয়েব সাইট তৈরি করা ও অ্যাডসেন্সের বেস্ট প্রাকটিস গুলো হাতে কলমে শিখানোর জন্য আয়োজন করতে যাচ্ছি ৬ ঘণ্টার কর্মশালা। আমাদের নিজেদের বাস্তব অভিজ্ঞতার আলোকে সাজানো হয়েছে এই কর্মশালাটি।
অংশগ্রহণকারীদেরকে অ্যাডসেন্সের উপযোগী সাইট তৈরি করা থেকে শুরু করে অ্যাডসেন্সের চেক হাতে পাওয়া পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া কেমন হবে সেই বিষয় গুলো দেখানো হবে আমাদের এই কর্মশালার মাধ্যমে।
আলোচনার বিষয়বস্তু সমূহঃ
* অ্যাডসেন্সের নীতিমালা অনুসরণ করে ওয়েব সাইট তৈরি করা
* কনটেন্ট কেমন হবে অ্যাডসেন্স সাইটের জন্য!
* দ্রুত অ্যাডসেন্স অ্যাপ্রুভালের সুপার ডুপার ফর্মুলা!
* অ্যাডস ফরম্যাট
* অ্যাডস ফরম্যাট সিক্রেটস
* অ্যাডসেন্স ম্যানেজমেণ্ট
* অ্যাডসেন্স নিয়ে ভ্রান্ত ধারণাসমূহ
* অ্যাডসেন্স আয় ট্রিপল করার কার্যকরী পদ্ধতিসমূহ!
* অ্যাডসেন্স ব্যান এড়ানোর উপায়সমূহ!
* অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই
* অ্যাডসেন্স পেমেন্ট প্রসেস!
* যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
কারা অংশ গ্রহণ করতে পারবেন!
এই কর্মশালাটি একেবারেই যারা নতুন তাঁদের জন্য নয়।
* অন্তত যারা ব্লগার ডট কমে কাজ করছেন কিংবা নিজের ওয়েব সাইট আছে
* নিয়মিত ইংরেজিতে লেখালেখি করার অভিজ্ঞতা আছে
* এসইও’র বেসিক গুলো জানেন
তাঁদের নিয়েই ওয়ার্কশপটি। তবে প্রচুর পড়াশোনাতে আগ্রহ থাকলে নতুনরাও অংশ নিতে পারেন!
রেজিস্ট্রেশন ফি!
রেজিস্ট্রেশন ফি ১,৫০০ টাকা। সরাসরি অফিসে এসে, বিকাশ অথবা ব্যাংকে ফি প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। আসন সংখ্যা সীমিত।
যোগাযোগ -
০১৯১১৯৩০০৯৬
ব্লগিংয়ের মাধ্যমে কেবল আয় করা নয়, পাওয়া যায় বিপুল সম্মানও। আন্তর্জাতিক বিশ্বে ব্লগারদের সাংবাদিক হিসাবেও এখন গণ্য করা হয়। স্মার্ট ক্যারিয়ার হিসাবে তাই ব্লগিং এখন ওয়েব উদ্যোক্তাদের জন্য 'হট-কেক'!
ব্লগিংয়ের মাধ্যমে অনেক উপায়েই আয় করা যায়, তন্মধ্যে গুগল অ্যাডসেন্স আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় উপায়। তবে দুঃখের বিষয় হচ্ছে, প্রফেশনাল ব্লগিং-এ আগ্রহীদের গুগল অ্যাডসেন্স বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও প্রশিক্ষনের তেমন কোনো সুব্যবস্থা বাংলাদেশে নেই।
অনেকই নিয়মনীতি না জেনে সাইট রেডি করে গুগল অ্যাডসেন্স পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু গুগলের কঠোর নীতির কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাচ্ছেন না। কেউ কেউ সঠিক গাইডলাইনের অভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না। অনেকে অ্যাডসেন্সের জন্য প্রচুর খাটাখাটুনি করলেও কম আয়ের কারণে নিয়মিত চেক পাচ্ছেন না।
অ্যাডসেন্সে বাংলাদেশীদের ব্যার্থতার অনেকগুলো কারনের মধ্যে প্রয়োজনীয় গাইডলাইন না পাওয়া অন্যতম। অ্যাডসেন্সের জন্য ওয়েব সাইট রেডি করতে হলে প্রয়োজন সঠিক নির্দেশনা। তাই আমরা ‘অনলাইন এস. ই. ও কোম্পানি’ অ্যাডসেন্স ভিত্তিক ওয়েব সাইট তৈরি করা ও অ্যাডসেন্সের বেস্ট প্রাকটিস গুলো হাতে কলমে শিখানোর জন্য আয়োজন করতে যাচ্ছি ৬ ঘণ্টার কর্মশালা। আমাদের নিজেদের বাস্তব অভিজ্ঞতার আলোকে সাজানো হয়েছে এই কর্মশালাটি।
অংশগ্রহণকারীদেরকে অ্যাডসেন্সের উপযোগী সাইট তৈরি করা থেকে শুরু করে অ্যাডসেন্সের চেক হাতে পাওয়া পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া কেমন হবে সেই বিষয় গুলো দেখানো হবে আমাদের এই কর্মশালার মাধ্যমে।
আলোচনার বিষয়বস্তু সমূহঃ
* অ্যাডসেন্সের নীতিমালা অনুসরণ করে ওয়েব সাইট তৈরি করা
* কনটেন্ট কেমন হবে অ্যাডসেন্স সাইটের জন্য!
* দ্রুত অ্যাডসেন্স অ্যাপ্রুভালের সুপার ডুপার ফর্মুলা!
* অ্যাডস ফরম্যাট
* অ্যাডস ফরম্যাট সিক্রেটস
* অ্যাডসেন্স ম্যানেজমেণ্ট
* অ্যাডসেন্স নিয়ে ভ্রান্ত ধারণাসমূহ
* অ্যাডসেন্স আয় ট্রিপল করার কার্যকরী পদ্ধতিসমূহ!
* অ্যাডসেন্স ব্যান এড়ানোর উপায়সমূহ!
* অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই
* অ্যাডসেন্স পেমেন্ট প্রসেস!
* যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
কারা অংশ গ্রহণ করতে পারবেন!
এই কর্মশালাটি একেবারেই যারা নতুন তাঁদের জন্য নয়।
* অন্তত যারা ব্লগার ডট কমে কাজ করছেন কিংবা নিজের ওয়েব সাইট আছে
* নিয়মিত ইংরেজিতে লেখালেখি করার অভিজ্ঞতা আছে
* এসইও’র বেসিক গুলো জানেন
তাঁদের নিয়েই ওয়ার্কশপটি। তবে প্রচুর পড়াশোনাতে আগ্রহ থাকলে নতুনরাও অংশ নিতে পারেন!
রেজিস্ট্রেশন ফি!
রেজিস্ট্রেশন ফি ১,৫০০ টাকা। সরাসরি অফিসে এসে, বিকাশ অথবা ব্যাংকে ফি প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। আসন সংখ্যা সীমিত।
যোগাযোগ -
০১৯১১৯৩০০৯৬
1 comments:
শুভেচ্ছা জানাই,
আমরা আপনাকে ইন্সটাফরেক্স পার্টনারশিপ প্রোগ্রামের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনুগ্রহ করে আপনার ইমেইল এড্রেসটি প্রদান করলে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে।
আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে ।
Post a Comment
Please Leave Your Comment Here.